নেত্রকোণার কলমাকান্দায় শনিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদান ২১ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন মানু মজুমদার এমপি। এতে বাংলাদেশ প্রতিরোধ যোদ্ধা পরিষদের ১১ জন সদস্য ১ লাখ টাকা করে অনুদান পেয়েছেন। এছাড়া অসহায়, দুঃস্থ ও জটিল দূরারোগ্য ৩৬ জনকে ১১ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেছেন।
সাংসদ মানু মজুমদার জানান, প্রতিরোধ যোদ্ধা ও দুঃস্থ ব্যাক্তিদের মধ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সহায়তার অংশ হিসাবে আগামী দিন গুলিতেও অনুদান সহায়তা অব্যাহত থাকবে। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও ভাতৃ প্রতীম সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply