1. kalmakandanews@gmail.com : kalmakanda :
  2. info@kalmakanda.com : কলমাকান্দা.কম :
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
*** কলমাকান্দা উপজেলার সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিয়মিত ভিজিট করুন- www.kalmakanda.com ***

কলমাকান্দায় অন্যের জায়গা দখল করে ঘর নির্মাণ!

  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪২ বার দেখা হয়েছে

কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চয়ন কান্তি ঘোষ (৬৫) নামের এক ব্যক্তির জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মো. সাদেক আলীর (৫৫) বিরুদ্ধে। উপজেলার কৈলাটী ইউনিয়নের কৈলাটী গ্রামে এ ঘটনা ঘটে। চয়ন কান্তি ঘোষ ওই এলাকার মৃত ধীরেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে। আর অভিযুক্ত মো. সাদেক আলী চয়নের বাড়ির কেয়ারটেকার ছিলেন। এনিয়ে চয়ন কান্তি ঘোষ বাদী হয়ে মো. সাদেক আলীসহ ৪ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

চয়ন কান্তি জানান, তার বাবা ধীরেন্দ্র চন্দ্র ঘোষ প্রায় ৩০ বছর আগে স্থানীয় শচীন্দ্র কুমার এস নামের এক ব্যক্তির কাছ থেকে ৩৫ শতাংশ জায়গা সাফ কবলা মূলে ক্রয় করেন। ওই জায়গা থেকে ৩২ শতাংশ জায়গা সাফ কবলা মূলে তিনি অন্যত্র বিক্রি করে দেন। তার বাড়িতে কাজকর্ম করার সুবাধে সাদেক আলীকে বাকি জায়গা থেকে কিছু জায়গায় একটি ঘর করে থাকতে দেন তিনি। সম্প্রতি তাকে না জানিয়ে ওই ঘরটি ভেঙে একটি নতুন ঘরের কাজ শুরু করেন সাদেক। তাতে তিনি বাধা দিলে সাদেক জায়গাটি সরকারের দাবি করে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না হলে জায়গার দখল ছাড়বেন না বলে জানান সাদেক।

জায়গার কাগজপত্র আছে কিনা জানতে চাইলে সাদেক আলীর ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তারা ওই সরকারি জায়গায় বসবাস করছেন। সরকারের প্রয়োজনে তিনি জায়গা ছেড়ে দেবেন। অযথা চয়ন কান্তি ঘোষ আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এ বিষয়ে চয়ন কান্তি ঘোষ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কলমাকান্দার আরো খবর
© কলমাকান্দা.কম
Theme Customized By BreakingNews