নেত্রকোনার কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় একটি বাংলা ড্রেজার জব্দ করে পুড়িয়ে দেয় প্রশাসন।
রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার লেংগুড়ার বেলতলী নামক এলাকায় পাহাড়ি নদী গনেশ্বরী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, লেংগুরা ইউনিয়নের উত্তরপাড়ার মোক্তার হোসেন (৩৪), একই এলাকার নাজমুল ও আজিজুল।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ অর্থদণ্ড করেন।
Leave a Reply