নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে মাটি কেটে টপ সয়েল বিনষ্ট করা ও অনুমোদন ব্যতীত জমির শ্রেণির পরিবর্তন করার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই আদালত লাইসেন্স বিহীন করাত কল পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ২০,০০০ টাকা জরিমানা করেন। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম (৩৬), নাছির উদ্দিন (২৭) ও মঈন উদ্দিন (২৮)।
মঙ্গলবার সন্ধ্যায় পোগলা ইউনিয়নের গুতুরা বাজারের পাশে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. আবুলহাসেম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ব্যক্তিকে মাটি কাটার অপরাধে ৬০ হাজার টাকা লাইসেন্স বিহীন করাত কল পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply