নেত্রকোনার কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এতিমখানা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে- শফিকুল ইসলামের একটি অটোগ্যারেজ, সুকুমার চন্দ্রের ১টি ফার্মেসি, খোকন মিয়ার ১টি বসত ঘর এবং ফজর আলী, পরিমল ও শাহীন মিয়ার দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শর্ট সার্কিটের কারণে এ আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা।
Leave a Reply