নেত্রকোণার কলমাকান্দা শুক্রবার মধ্যরাতে বাজারে আগুন লেগে ১টি গোডাউন ঘর মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কলমাকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ এবং স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কলমাকান্দা মধ্য বাজারে শুক্রবার (৬ জানুয়ারি) মধ্য রাতে চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকার মুদির দোকান গোডাউন ঘর থেকে আগুনের উৎপত্তি হয়।
খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে শুক্রবার রাত ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মধ্য বাজারের সুধাংশ সরকারের মুদির দোকানের ১টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পশ্চিম পাশে থাকা আরো ১টি দোকান ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাজল দে সরকার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ, স্থানীয়দের সহযোগিতায় আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পেয়েছে মধ্য বাজার। কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার এমদাদুল ইসলাম জানান, তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমরা অল্প সময়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা ঘটনা ঘটেছে। এআগুনে গোডাউন ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এবিষয়ে কলমাকান্দা থানার ওসি তদন্ত খোকন কুমার সাহা বলেন, বাজারের টহলরত পুলিশ প্রথমে আগুন দেখে ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ আগুনে প্রায় ১৫/২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
Leave a Reply