নেত্রকোনার কলমাকান্দায় রাতের আঁধারে মন্তোস সরকার নামে এক কৃষকের ২৫০০ চাল কুমড়ার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রায় দেড় একর জমিতে চাষ করা কুমড়ার ক্ষেত ধ্বংস হওয়ায় হতাশায় পড়েছেন মন্তোস। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তার দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী কাঁচাধন সরকার ও তার লোকজন এ কাজ করেছে।
খবর পেয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃষক মন্তোসের চাল কুমড়ার ক্ষেতটি পরিদর্শন করেছেন।
কৃষক মন্তোস জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২৫০০ চাল কুমড়ার গাছ লাগিয়েছেন। এতে ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধার দেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কোন কোন গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তার ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো বলে জানান তিনি। কিন্তু বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। নিজের ঘামে শ্রমে গড়া কুমড়া খেতের এই অবস্থা দেখে হতবাক হয়েছেন মন্তোস। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তার ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণ চরণ পুরনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছে।
তবে অভিযুক্ত কাঁচাধনকে শুক্রবার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য জানা যায়নি।
কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের ক্ষেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। এটা কোন মানুষের কাজ হতে পারে না। যে কোন বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে। কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এ ক্ষতি শুধু কৃষক মন্তোস সরকারের নয় এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক মন্তোস থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply