নেত্রকোণার কলমাকান্দায় বুধবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন তিনটি প্রকল্প সাইটসহ উপজেলা সদরে দুস্থ, অসহায় এবং প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক, সুবর্ণ কার্ড ধারী প্রতিবন্ধী ব্যাক্তিদের আর্থিক সহায়তা, শীতার্ত অসহায় জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ সহ “বাল্যবিবাহ প্রতিরোধ টিম” অপরাজিতা মেয়ে সদস্যদের মধ্যে ৩০ টি বাইসাইকেল বিতরণ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেমের সার্বিক তত্বাবাধানে পৃথক পৃথক আনুষ্ঠানিকতার মাধ্যমে উল্লেখিত কাজ গুলো বাস্তবায়িত হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে সফর সঙ্গি ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্টেড অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ওসি আবুল কালাম ও কলমাকান্দা প্রেস ক্লাব সেক্রেটারী মো: ফখরুল আলম খসরু নেত্রকোণা জেলা ইউএনডিপি সমন্নয়কারী আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার ফারুক আহমেদ, পিআইও লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী সমাজ সেবা অফিসার রেজাউল করিম, একাডেমিক সুপার ভাইজার তারেকুল ইসলাম।
Leave a Reply