নেত্রকোনার কলমাকান্দায় জেলা পুলিশের আয়োজনে ও কলমাকান্দা থানা পুলিশের উদ্যোগে শনিবার কমিউনিটি পুলিশিং-ডে আলোচনা সভা ও বিশাল র্যালির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে থানা চত্বরে আয়োজিত আলেচনা সভায় ওসি (তদন্ত) খোকন কুমার সাহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল আহাদ খান ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
বক্তব্য রাখেন এএসপি দুর্গাপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কলমাকান্দা সরকারি কলেজের প্রভাষক মোজাম্মেল হক, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইলিয়াস, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সম্পাদক পলাশ কান্তি বিশ^াস, জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর গোলাপ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও উপজেলা ছাত্রলীগ আহব্বায়ক সোহেল রানা।
Leave a Reply