কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় ফুটবল খেলা নিয়ে মারামারিতে নিহত হেলিম মিয়া হত্যা মামলায় শনিবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার হরিপুর গ্রামের আপন মিয়ার ছেলে আকরামুল মিয়া ও খুরশেদ আলমের ছেলে মামুন মিয়া।
জানা গেছে, বুধবার বিকালে উপজেলার হরিপুর ও কান্দাপাড়া গ্রামের মধ্যে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর ঝগড়া হয়। পরে স্থানীয়রা তা থামিয়ে দেন। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার আবারও মারামারির হয়। এতে কান্দাপাড়া গ্রামের নেওয়াজ আলীর ছেলে হেলিম মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শুক্রবার বিকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
শনিবার ভাই আব্দুল বারেক বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ ২২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে হেলিম হত্যায় জড়িতের অভিযোগে আকরামুল মিয়া ও মামুন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মো. আবুল কালাম বলেন, দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply