কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় চারটি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পোনে ছয়টা পর্যন্ত কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ। এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক পারভেজ আহমেদ উপস্থিত ছিলেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার কলমাকান্দায় পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে চারটি ইটভাটা মালিককে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, মেসার্স পি এম আর ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এম পি বি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এস আর এস ব্রিকসকে ২ লাখ ও মেসার্স পি সি বি ব্রিকসকে ২ লাখ টাকা।
Leave a Reply