নেত্রকোনার কলমাকান্দায় একটি দাখিল মাদ্রাসার এক সহকারী মৌলভীর বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটি ও সুপারকে নির্দেশ দেন।
এর আগে গত বুধবার সুপার ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন। অভিযুক্ত শিক্ষকের নাম মো. হাসান উজ্জামান। তার গ্রামের বাড়ি রাজশাহীর পটিয়া এলাকায়।
জানা গেছে, গত এক মাস আগে তিনি দরিদ্র পরিবারের ওই ছাত্রীকে জানান, তাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবেন। তার কথামতো মেয়েটি রাজি হলে দুই সপ্তাহ আগে মেয়েটিকে নিয়ে সিধলী বাজারের পাশে একটি ভাড়া বাসায় ওঠেন। কিছুদিন তারা ওই বাসায় অবস্থান করেন। পরে এ নিয়ে সালিশ বসলে সেখানে হাসান উজ্জামান মৌখিকভাবে ওই ছাত্রীকে বিয়ে করার কথা জানান। এ ঘটনায় গত বুধবার মাদ্রাসার সুপার ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন।
Leave a Reply