নেত্রকোনার কলমাকান্দায় কয়লাভর্তি ট্রলার (ইঞ্জিত চালিত স্টিলের নৌকা) ডুবে দেলোয়ার হোসেন (২৫) নামের এক নৌ-শ্রমিকের মুত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উব্ধাখালি নদীর ডেটিয়াখালি ঘাটে এঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।
জানা যায়, সুনামগঞ্জের টেকেরঘাট এলাকা থেকে ট্রলারে কয়লাবোঝাই করে মঙ্গলবার রাতে কলমাকান্দা ডেটিয়াখালি ঘাটে নোঙর করে। সকালে কয়লা খালাস করার কথা ছিল। ট্রলারে থাকা ছয়জন শ্রমিক ভেতর ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় রাতের কোন এক সময় ট্রলার ডুবে যাচ্ছে তা টের পেয়ে পাঁচজন বের হতে পারলেও দেলোয়ার হোসেন বের হতে পারেননি। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। সকালে ফায়ার সার্ভিসের একটি দল ডুবন্ত ট্রলারের ভেতর থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ এমদাদুল ইসলাম জানান, বুধবার সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার ফাইটার তনু মিয়া ট্রলার ভেতর থেকে মৃত অবস্থায় নৌশ্রমিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে কয়লাভর্তি ট্রলারটির তলদেশ ফেটে এ ঘটনা ঘটেছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা জানান, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় নিহতের বাবার কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply