কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোণার কলমাকান্দায় সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা হলরুমে ডিজিটাল দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম এবং এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক তালুকদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াজেদ তালুকদার ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারি মোঃ ফখরুল আলম খসরু। আলোচনা সভার পূর্বে বিশাল র্যালি কলমাকান্দা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
Leave a Reply