নেত্রকোনার কলমাকান্দায় একমাস ধরে ড্রেনের ময়লা পানি বের হচ্ছে সড়কে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দাসহ পথচারীরা। উপজেলা মোড় এলাকার সড়কের চিত্র এটি। প্রতিদিনই দুর্গন্ধযুক্ত ময়লা পানি বের হয়ে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, এক মাসেরও বেশি সময় ধরে এমন অবস্থা সহ্য করে তাদের চলাচল করতে হচ্ছে। নির্মাণের পর ড্রেনের আবর্জনা ময়লা পানি পরিষ্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে সড়কে। এই ময়লাযুক্ত পানি পেরিয়ে প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। তাছাড়াও যেতে হয় উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরেও।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। ময়লা আবর্জনা পরিষ্কার করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply