নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের বটতলা গ্রামে বুধবার লেংগুড়া বিওপির নায়েক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৭ সদস্যের টহল দল বিরল প্রজাতির একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে। এ সময় প্রতারকদের ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ.এস.এম জাকারিয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লেংগুড়া বিওপির নায়েক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৭ সদস্যের টহল দল সীমান্ত পিলার ১১৭২ হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বটতলা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮ ইঞ্চি লম্বা বিরল প্রকৃতির একটি তক্ষক, একটি সিএনজি ও প্রতারক চক্রের সদস্য মো. সালাউদ্দিন, মো. নাসির উদ্দিন, মিসায়েল রাংসা, মো. স্বপন মিয়াকে ২৫ হাজার ৯৯০ টাকাসহ আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ১২ লক্ষ ২৫ হাজার ৯৯০ টাকা। আটককৃতদের কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply