জেলার কলমাকান্দায় কর্মরত আন্তর্জাতিক ত্রাণ উন্নয়ন ও এডভোকেসি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এপি কার্যালয় বৃহস্পতিবার ১২৯ জন হত-দরিদ্র পরিবার কে বকনা গরু প্রদান করেছেন।
এ উপলক্ষে নাজিরপুর এপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। এতে মূল বক্তব্য রাখেন এপি ম্যানেজার পরিতোষ রেমা।
অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কনিকা সরকার, এপি লাভলী হোড স্পেশালিষ্ট কৃষিবিদ কফিল উদ্দিন মাহমুদ, এপি প্রোগ্রাম অফিসার লিমা ঘাগ্রা, সুরেশ কুমার রায়, উপকারভোগী কেয়া গমেজ, সাংবাদিক জাফর উল্লাহ, মো. কামাল পাশা ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু। হতদরিদ্র ও দুর্দশাগ্রস্থ শিশু পরিবার সমূহে বকনা গরু দেয়া হয়। এতে পরিবার সমূহ তাদের আর্থিকভাবে লাভবান হবে।
Leave a Reply