কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা ফায়ার সার্ভিস সিভিল স্টেশনে কর্মরত ফায়ার ফাইটার তনু মিয়া। গতরাতে কলমাকান্দায় কয়লা ভর্তি ডুবে যাওয়া স্টিলবডি নৌকার ভেতর থেকে বুধবার সকালে জীবনের ঝুঁকি নিয়ে একজনের মরদেহ তুলে নিয়ে আসেন তিনি।
তনু মিয়া বলেন, প্রথমবার ডুব দিয়ে ডুবন্ত স্টিল বডি নৌকার ভিতরে প্রবেশ করি। নিশ্বাস বন্ধ হয়ে আসছিল। আবারো দম একটু বেশি নিয়ে দ্বিতীয়বার প্রবেশ করলাম একেবারে নিচে গিয়ে দেখি ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে মরদেহটি। দ্রুতকাঁধে করে নিয়ে বের হলাম নৌকার ভেতর থেকে। ডুবুরি না হয়েও জীবনের ঝুঁকি নিয়ে এমন দুঃসাহসিক কাজ করে দেখিয়েছেন তনু মিয়া।
উল্লেখ্য, সুনামগঞ্জের তাহেরপুর থেকে গতকাল মঙ্গলবার কয়লা ভর্তি নৌকা আসছিল কলমাকান্দায় শ্রমিক না থাকায় নৌকা থেকে কয়লা নামাতে পারিনি সন্ধ্যায়। সেই নৌকাতেই ৬ জন শ্রমিক ঘুমিয়ে পড়ে রাতে। রাত সাড়ে১১ টার দিকে ডুবে যায় নৌকাটি। এরমধ্যে ৫ জন সাঁতরে উঠতে পারলেও দেলোয়ার হোসেন মারা যায়। দেলোয়ার সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে। সূত্র : কেপি।
Leave a Reply