ডুবন্ত বাঁধ নির্মাণে কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবেনা বলে জানিয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি।
বুধবার ও বৃহস্পতিবার সরেজমিনে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ফসলি জমি রক্ষায় ডুবন্ত বাঁধ পরিদর্শনকালে একথা বলেন তিনি।
কলমাকান্দা উপজেলায় ২৬টি বাঁধ নির্মাণের কাজ চলমান আছে। এর মধ্যে কলমাকান্দা সদর, বড়খাপন ও পোগলা ইউনিয়নের ২১টি নির্মাণ কাজ পরিদর্শন করেন মানু মজুমদার এমপি। ডুবন্ত বাঁধ নির্মাণে কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারী দেন। বাঁধগুলোর নির্মাণ কাজ সমাপ্ত হলে কলমাকান্দা হাজার হাজার হেক্টর জমির ফসল রক্ষা পাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়খাপন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পোগলা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, বড়খাপন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জীবন মিয়া, পোগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান খান পাঠান ও প্রকল্প কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুবিধাভোগী শত শত কৃষক।
Leave a Reply