নেত্রকোণার কলমাকান্দায় বৃহস্পতিবার নবনির্মিত নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বি-তল ভবন উদ্বোধন করেছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা অফিসার মোঃ সারোয়ার জাহান।
উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, ওসি আব্দুল আহাদ খান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান সেলিম ও প্রধান শিক্ষক শিপ্রা পাল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৮৭ লক্ষ টাকা ব্যয়ে উক্ত ভবনটি নির্মাণ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মানসম্মতভাবে বিদ্যালয়টি প্রাক্কলন মোতাবেক নির্মাণ কাজ সম্পন্ন করেছেন।
Leave a Reply