কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে ৩টি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেগ্নী গ্রামের গরীব আদিবাসী মানুয়েল চিসিম এর শেষ সম্বল ৩টি হালের গরু বিদ্যুৎ স্পর্শে মারা যায়।
স্থানীয়রা জানায়, স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের উদাসীনতায় এমন ঘটনা ঘটেছে। তারা জানান, কয়েকদিন যাবৎ চেগ্নী এলাকায় ধান ক্ষেতের পাশের ডোবায় জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় সেখানে জড়িয়ে ৩টি গরু মারা যায়।
এ বিষয়ে কথা বলতে কলমাকান্দা পল্লী বিদ্যুতের ০১৭৬৯৪০৭১০২ নাম্বারটিতে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেনি।
Leave a Reply