কলমাকান্দা.কম ডেস্ক : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ ও ইউরোপিও ইউনিয়নের সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়।
রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুলের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ. খালেক তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু, চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর হালিমা সাদিয়া, জেন্ডার প্রমোটার মিতালী সাহা, যুবলীগ নেতা জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বাবুল তালুকদার ও ফ্যাসিলিটেটর সাবিকুন্নাহার।
Leave a Reply