কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিনিয়তই বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে রয়েছে শিশু, যুবক ও বৃদ্ধরাও। তবে, আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাভাবিকের তুলনায় কিছুটা রোগীর সংখ্যা বেশি। ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক জনরে রাখা হচ্ছে। তাছাড়া অনেকেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
Leave a Reply