নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় ৬০ বোতল মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সুরুজ মিয়ার ছেলে জসিম উদ্দিন(২১) ও হেমায়েত হোসেনের ছেলে রুবায়েত হোসেন বাঁধন(১৮), দক্ষিণ বারতোপা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনির(১৮) এবং মৃত আনিস উদ্দিনের ছেলে গাড়িচালক ফায়েজ(৩৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার ওসি আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভবানীপুর মোড় এলাকায় সন্দেহজনক ব্লু রংয়ের একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালায়। এ সময় নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় মদ জব্দ ও চারজনকে আটক করা হয়।
কলমাকান্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আটককৃতদের নামে থানায় মামলা দায়েরের পর তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হবে।
Leave a Reply