নেত্রকোনার কলমাকান্দায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিরোধযোদ্ধা পরিষদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলা শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্থপক অর্পণ, আনুষ্ঠানিকভাবে নীরবতা পালন সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার, নারী নেত্রী ক্যামিলিয়া মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবুল হাসেম , কলমাকান্দা থানার ওসি মোঃ আবদুল আহাদ খান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন আজাদ , সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, প্রতিরোধযোদ্ধা, কলমাকান্দা প্রেসক্লাব,কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফায়ার সার্ভিস, ব্যবসায়ী মালিক সমিতি, বণিক সমিতি, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্থরের নানা শ্রেনী-পেশার মানুষ কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। এর আগে অতিথিগণ বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শারীরিক কসরত প্রদর্শন করে।
Leave a Reply