কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় মাটির দেয়ালে চাপা পড়ে রাজন মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাজন ওই এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়াশুনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে রাজন নানা আব্দুল বারেকের বাড়িতে খেলা করছিল। এসময় তার নানা মাটির তৈরি একটি পুরাতন দেয়াল ভাঙছিলেন। তার অজান্তে রাজন দেয়ালের বিপরীত পাশে বসে খেলা করছিল। হঠাৎ দেয়াল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই রাজন মারা যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে মাটির দেয়ালের নিচ থেকে মৃত অবস্থায় রাজনকে উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply