নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন পয়েন্টে শীতার্ত লোকজনের মাঝে ১০০০ হাজার কম্বল বিতরণ করেছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি।
প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার ও ব্যক্তিগত উদ্যোগে আদিবাসী অধ্যুষিত লেংগুড়া, রংছাতি, খারনৈ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠন সমূহের নেতাকর্মীগণ কম্বল বিতরণে সহায়তা প্রদান করেন। এছাড়া উপজেলার অন্য ৫টি ইউনিয়নেও নেতাকর্মীদের মাধ্যমে শীতার্ত লোকজনের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
Leave a Reply