নেত্রকোণার কলমাকান্দায় সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলহাজ ফারুক আহমেদ, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু। ৩৬৭ জন বীরমুক্তিযোদ্ধার মধ্যে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
Leave a Reply