র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে নেত্রকোনার কলমাকান্দায় যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, কলমাকান্দা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি প্রভাষক প্রণয় কুমার তালুকদার, সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সিংহ, সহসভাপতি প্রভাষক রাজন সাহা রুপন, প্রশান্ত কুমার সাহা, সমকাল প্রতিনিধি শেখ শামীম, কালের কণ্ঠের প্রতিনিধি মো. কামাল পাশা, ভোরের ডাক প্রতিনিধি কাজল তালুকদার, আমার সংবাদ প্রতিনিধি কবিরঞ্জন সাহা, মো. মাহতাব উদ্দিন মোহসিন, অণির্বান রায়, সৈকত মিয়া, সুব্রত সাহা মিঠু প্রমুখ।
Leave a Reply