নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে কর্মরত রামপুর যুব উন্নয়ন কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বিশেষ সভা শনিবার ভবানীপুর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ক্রেডিট ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সাগর এর সঞ্চালনায় ও ইউএনডিপি নেত্রকোণা জেলা কো-অর্ডিনেটর মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মানিক চন্দ্র সরকার, উপজেলা কালব এর ম্যানেজার হেমার রিচিল ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ, আওয়ামিলীগ নেতা আব্দুর সাত্তার, সমিতির পরিচালক মুনতাহা বেগম, লিটন মিয়া,নার্গিস আক্তার ও শামসুন্নাহার প্রমূখ।
সমিতির পরবর্তী কার্যক্রম নির্ধারণে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply