কলমাকান্দা.কম ডেস্ক : উপজেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোণার কলমাকান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এফএম ওয়াজেদ তালুকদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আবুল হাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ওসি (তদন্ত) খোকন কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহামেদ, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি এডভোকেট মিজানুর রহমান সেলিম প্রমুখ।
Leave a Reply