নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদ অডিটরিয়ামে রবিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সদ্য যোগদানকৃত ১৩০ জন শিক্ষককে বরণ ও ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সমর্বধনা প্রদান করা হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নবীন চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু ও অবসরপ্রাপ্ত শিক্ষক জুবেদ আলী মাষ্টার।
Leave a Reply