1. kalmakandanews@gmail.com : kalmakanda :
  2. info@kalmakanda.com : কলমাকান্দা.কম :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
*** কলমাকান্দা উপজেলার সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিয়মিত ভিজিট করুন- www.kalmakanda.com ***

কলমাকান্দায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ বার দেখা হয়েছে

কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোণার কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ আক্তারকে মারধরের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধান শিক্ষক কামরুন নাহার।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কৈলাটি ইউনিয়নের বেনুয়া পূর্বপাড়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১৮ ডিসেম্বর) উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত শিক্ষিকা শাহনাজ আক্তার জানান, ১৭ ডিসেম্বর সকাল ৯টায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু এ সময়ে বিদ্যালয়ের কোনো দরজার তালা খোলা হয়নি। শিক্ষার্থীরা স্কুল মাঠে ছুটাছুটি করছিলো। যার ফলে বিষয়টি ম্যানেজিং কমিটির সদস্য জুলহাস মণ্ডলকে আমি অবগত করি। পরে ১১টার দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার বিদ্যালয়ে এসে ম্যানেজিং কমিটিকে অভিযোগ করার ফলে রেগে যান এবং ক্ষিপ্ত হয়ে আমাকে অফিস রুমে মারধর শুরু করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি আমাকে উদ্ধার করেন। তিনি ইতিপূর্বে শিক্ষকদের সঙ্গে জঘন্য আচরণ করেছেন বলেও জানান।

ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল্লাহ ও জুলহাস মণ্ডল বলেন, মারধরের ঘটনা সত্য। আমরা এসে সহকারী শিক্ষিকা শাহনাজকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শিক্ষিকাকে মারধরের ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কলমাকান্দার আরো খবর
© কলমাকান্দা.কম
Theme Customized By BreakingNews