নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
বুধবার প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম ইলিয়াস হোসেন।
Leave a Reply