কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে কলমাকান্দা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন পত্রিকায় কর্মরত ১৬ জন সাংবাদিক এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় ওসি আবুল কালাম সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলাকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ মতবিনিময় সভায় ওসি ছাড়াও বক্তব্য রাখেন- কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু, সহসভাপতি আব্দুর রশিদ আকন্দ, মো. জাফর উল্লাহ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ শামীম, সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, সদস্য রিপন মিয়া, কামাল পাশা, কাজল তালুকদার, কবিরঞ্জন সাহা, মোজাম্মেল হক, ওবায়দুল হক পাঠান, জহিরুল ইসলাম মামুন, অনিল বিশ্বাস, আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ, ওসি আবুল কালাম ২০০৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কলমাকান্দায় যোগদানের আগে তিনি নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।
Leave a Reply