নেত্রকোনার কলমাকান্দায় মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. লাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বড়খাপন ইউনিয়নের বাঘসাত্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার চান মালিকের ছেলে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, মো. লাক মিয়ার নামে কলমাকান্দা থানায় ২০২০ সালের ৬ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
পরে ওই মামলায় ১০ জানুয়ারি আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে রায় ঘোষনা করেন। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত লাক মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply