কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ (ফোজদার) ও সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন শনিবার লেংগুরা ইউনিয়নের ফুল বাড়িতে সাত শহিদের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতা-কর্মী সহ লেংগুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃ বৃন্দ সভাপতি সম্পাদক কে স্বাগত জানিয়ে মাল্য ভূষিত করেন। এ সময় আর উপস্থিত ছিলেন লেংগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, সম্পাদক আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, যুবলীগ নেতা রুস্তম আলী, কমল বনিক, এস.এম. আনোয়ার হোসেন বিপ্লব।
Leave a Reply