নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১০ বছর পর সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে ফিতা কেটে পুনরায় এ সেবার শুভ সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান) মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহরাব হোসেন লিংকন, ডাঃ এলিজা নাহিদ কান্তা, ডক্টর সুমন আহমেদ জুনিয়র কনসালটেন্ট, ডাক্তার জয়ত্রী দেবনাথ (পুরবী) উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হাসিবুর রহমান প্রমুখ।
এ দিন দুপুরে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় কলমাকান্দাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply