অনলাইন ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। সিপিবি বলছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও পুলিশ এ হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সদস্য ডা. দিবালোক সিংহসহ অন্তত ৩০ জন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কলমাকান্দায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সিপিবি আয়োজিত শহীদ মিনার প্রাঙ্গণে জনসমাবেশে এ ঘটনা ঘটে।
এদিকে কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান জানান, কোনো হামলা হয়নি। তিনি জানান, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সিপিবি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে সিপিবি সদস্য ডা. দিবালোক বলেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় থানা পুলিশ দুই দফায় এ হামলা চালিয়েছে। এতে সিপিবির পূর্বনির্ধারিত ও শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড হয়ে গেছে।
তিনি আরো জানান, জ্বালানি তেল, সার, দ্রব্যমূল্য ও যানবাহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে শুক্রবার বেলা সাড়ে ৩টায় এই সমাবেশের আয়োজন করে সিপিবির উপজেলা শাখা। সমাবেশ শুরুর কিছুক্ষণ পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওলামা লীগ ও শ্রমিক লীগের কর্মীরা এসে হামলা চালায়। তারা মাইক ও চেয়ার ভাঙচুর করে, সিপিবি নেতাকর্মীদের মারধর করে।
তিনি করেন, এরপর আবার পুলিশ এসে দ্বিতীয় দফায় হামলা ও লাঠিচার্জ করে। এতে তিনি ও রুহিনসহ অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে সিপিবি কর্মী দ্বীন ইসলাম ও আজিজুল ইসলাম সায়েমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দিবালোক সিংহ এ ঘটনা তীব্র নিন্দা জানান।
কলমাকান্দা থানার ওসি বলেন, সিপিবি কোনো অনুমতি ছাড়াই সমাবেশ করছিল। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়।
Leave a Reply