নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে সুপারির বস্তা ভাগাভাগি নিয়ে হেলাল উদ্দিন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো তিনজন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন উপজেলার দক্ষিণ তারানগর গ্রামের ফালু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ী এলাকার জাকরেসের বাড়ির সামনে সিরাক (২২) ও রাব্বুল (২৩) নামের দুই শ্রমিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সিরাক ও রাব্বুলের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রাব্বুলের পক্ষের হেলাল উদ্দিন আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হেলালের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারজিত (২২) ও প্রদীপ হাজং (২৫) নামের দুজনকে আটক করে পুলিশ।
নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, সুপারির বস্তা ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
Leave a Reply