কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নলছাপ্রা-বটতলা সড়কের দক্ষিণ তারানগর এলাকায় ধেনকী নদীর ওপর নির্মিত সেতুর এক পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ে আছে। দীর্ঘ ১০ বছরেও সড়ক নির্মাণের কোনো উদ্যোগ না নেয়ায় ১২টি গ্রামের ১৫ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভাঙা অংশে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছেন লেংগুরা ও নাজিরপুর ইউনিয়নের তারানগর, উদাপাড়া, বালুচড়া, গৌরীপুর, বটতলা, নলছাপ্রা, মন্তলা, শিবপুর কেবলপুরসহ বারোটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ।
জানা যায়, ২০ বছর আগে ধেনকী নদীর ওপর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামের বেসরকারি সংস্থা সেতুটি নির্মাণ করে দেয়। নির্মাণের দশ বছর পর পাহাড়ি ঢলে সেতুটির এক পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। সেই থেকে দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী।
লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, সংযোগ সড়ক করে দেয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে।
Leave a Reply