কলমাকান্দা ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দার মেধাবী শিক্ষার্থী তুবা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বুধবার বিকেলে বাবার সাথে ময়মনসিংহ হতে কলমাকান্দায় মোটরসাইকেলে আসার পথে শম্ভুগঞ্জের চায়না মোড় এলাকায় ট্রাকচাপায় ঐশী মনি তুবা বাবার সামনেই মারা যায় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সহিত মাধ্যমিক পাশ করে ঐশী মনি তুবা। সে উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামের শেখ লুৎফুর রহমান লিটনের মেয়ে।
এসময় তার বাবাও গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুবার মর্মান্তিক মৃত্যুতে তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী তুবার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলমাকান্দা.কম সম্পাদক এসএম শামীম।
Leave a Reply