নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে ৮ মার্চ (বুধবার) আন্তজাতিক নারী দিবস পালন করা হয়।
এ উপলক্ষ্যে আজ বেলা ১১টায় এক বণাঢ্য রেলী বের হয়ে কলমাকান্দা বাজার প্রদিক্ষণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে ধারণ করে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সদস্য মানু মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তাং, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা আ.লীগ সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম, নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার শিমু ও যুবলীগ সম্পাদক পলাশকান্তি বিশ্বাস।
এ সময় কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়, এনজিও কর্মকর্তা ও অসংখ্য শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
একইদিনে কলমাকান্দা মহিলা পরিষদ দুই শতাধিক নারীদের নিয়ে চাঁনপুর প্রাথমিক বিদ্যালয়ে নারী দিবস পালন করে। এসময় নারীনেত্রী হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রওশনারা পারভীন, সমপাদক চন্দনা তাং সহ সংগঠনের নারীনেত্রীগণ।
Leave a Reply