কলমাকান্দা.কম ডেস্ক: নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হলেন আবুল কালাম (পিপিএম)। গত ১৯ ডিসেম্বর (সোমবার) কলমাকান্দা থানায় যোগদান করেন তিনি। সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের স্থলাভিষিক্ত হলেন আবুল কালাম। এর আগে তিনি নেত্রকোনা জেলা সদরে ওসি ডিবি হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে কলমাকান্দা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালামকে শুভেচ্ছা জানিয়েছেন কলমাকান্দা.কম সম্পাদক এসএম শামীম।
এসময় নবাগত ওসি আবুল কালাম, পিপিএম বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকবো। এছাড়া মাদক, বাল্য বিয়েসহ সকল প্রকার অপরাধ নির্মূলে কাজ করে যাবো। তিনি আরো বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখবে কলমাকান্দা থানা পুলিশ।
Leave a Reply