1. kalmakandanews@gmail.com : kalmakanda :
  2. info@kalmakanda.com : কলমাকান্দা.কম :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
*** কলমাকান্দা উপজেলার সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিয়মিত ভিজিট করুন- www.kalmakanda.com ***

কলমাকান্দা থেকে অপহৃত কিশোরী ফেনী থেকে উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ বার দেখা হয়েছে

কলমাকান্দা.কম ডেস্ক : নেত্রকোণার কলমাকান্দা থেকে অপহরণকৃত এক কিশোরীকে ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। নেত্রকোনা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) টিম তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১২ ডিসেম্বর কলমাকান্দা উপজেলা থেকে এই কিশোরী নিখোঁজ হন। নিজবাড়ি থেকে নেত্রকোণা শহরে আসার পথে অপহৃত হন বলে ধারণা করছে ভুক্তভোগীর পরিবার।

একদিন নিখোঁজ থাকায় এবং অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান না পেয়ে কিশোরীর বাবা পরদিন কলমাকান্দা থানায় নিখোঁজের জিডি করেন।

এ বিষয়ে তদন্ত করেন নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে ভিকটিমকে ফেনী জেলা থেকে পিবিআই নেত্রকোণা জেলার একটি টিম জীবিত উদ্ধার করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রায় সময়ই ফারহান নাদিম( ২০) নামের এক কিশোর তাকে উত্যক্ত করতো। বিষয়টি নাদিমের অভিভাবকে জানানো হলে নাদিম আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ১৬ ডিসেম্বর অজ্ঞাত কয়েকজন মিলে তাকে অপহরণ করে ফেনী জেলায় নিয়ে যায়।

এ বিষয়ে তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর বিপুল কুমার সাহা বলেন, ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি নিখোঁজ জিডি করেন। এরপরই নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তথ্য-প্রযুক্তি নির্ভর তদন্তের জন্য জিডিটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)নেত্রকোণায় পাঠানো হয়।আমরা(পিবিআই)নেত্রকোণার ইউনিট প্রধান শাহীনুুর কবির এর দিকনির্দেশনায় ও উন্নত তথ্য-প্রযুক্তির সাহায্যে ফেনী জেলা সদর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছি।

পিবিআই নেত্রকোণা জেলার ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির জানান, অপহৃত কিশোরীর নিখোঁজ জিডি পাওয়ার সাথে সাথেই আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমের অবস্থান শনাক্ত করি। পরবর্তীতে আমরা ফেনী জেলা সদর থেকে জীবিত উদ্ধার করি।

তিনি আরোও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কলমাকান্দার আরো খবর
© কলমাকান্দা.কম
Theme Customized By BreakingNews