আজ ৭ ডিসেম্বর বুধবার। কলমাকান্দা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও জনতার দ্বিমুখী আক্রমণে পাক হানাদার বাহিনী ও রাজাকাররা পালাতে বাধ্য হয় এবং কলমাকান্দা উপজেলা মুক্ত হয়। ঐদিনই স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
কলমাকান্দা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা, কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু। এসময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
Leave a Reply