নেত্রকোনার কলমাকান্দায় এক কিশোরীকে (১৪) তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার খারনৈ ইউনিয়নের মৃত সাহেদ আলীর ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত জানান, এর আগে নির্যাতনের শিকার ওই কিশোরীর বড়বোন কলমাকান্দা থানায় বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন- মিলন মিয়া ওরফে বাব্বা (২০), রুবেল মিয়া (২২), শাহ আলম (৩২)।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। গত ২৮ ডিসেম্বর ওই ইউনিয়নের মধ্যপাড়ায় ওয়াজ মাহফিল চলছিল। এসময় ওয়াজ শুনার উদ্দেশ্য ওই ছাত্রী বাড়ি থেকে বের হন। পরে ওয়াজ শেষে বাড়ি ফেরার পথে মধ্যরাতে মুখ বেধে খালার বাড়ির পাশের জমিতে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে।
Leave a Reply