নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নাজিরপুর ঈদগাহ মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম।
জাতীয় সংগীত,দ লীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু। আলোচনা সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. জামাল উদ্দিন মাহী, যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান ও মো. দেওয়ান রনি,সদস্য রিপন কুমার রায়, সিদ্ধার্থ শংকর পাল, আব্দুল্লাহ আল আজাদ, ত্রিবীর বিশ্বাস তনয়। রাতে আলোচনা সভার সমাপ্তির পূর্বে আহব্বায়ক কমিটি ভেঙ্গে দেয়া হয়। পরবর্তীতে আলোচনার পর নতুন কমিটিরি নাম ঘোষনা করা হবে।
Leave a Reply